খুব বেশি দিন আগের কথা নয়, যখন
সব টয়লেট পেপার শুধু শিশ্ন মুছার কাজে ব্যবহার না হয়ে
কিছু পেপার প্রায়'ই মল দ্বারে ব্যাবহার হচ্ছিল
যা থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছিল চারিদিকে
শুনলাম, এবার সেসব টয়লেট পেপার গুলো নাকি বাদ দেওয়া হয়েছে
কিংবা ছুড়ে ফেলে দেওয়া হয়েছে দূরের কোন ডাস্টবিনে, কারণ
নতুন বাথরুমের পাশাপাশি এবার ওয়াসরুমকেও চকচকে, ঝকঝকে
দূর্গন্ধমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে
এখন যারা মনে করছে, এতে করে সভ্য জাতি হিসেবে আমরা
তিন ধাপ এগিয়ে যাবো, তারা
সেলিব্রেট করার জন্য কয়েকটি রজনীগন্ধ্যার স্টিক
ওয়াস রুমের সামনে রেখে আসতে পারে
যাতে করে অন্যরাও তা থেকে কিছুটা সুগন্ধ পায়
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২