টেকসই ভাবে নাগরিক অধিকার হারানোর পর
যারা তিন রাত ঘুমাতে পারেনি
তাদের এখন হতাশার চেয়ে অবাক হওয়ার পরিমান বেশি
কারণ ইতোমধ্যে কিছু অতিথি পাখির ঠোঁটে নির্ঝন্ঝাট সমুদ্র-জয়ের
কিচির মিচির গল্প শুনে তাদের মাথা ভারি হওয়ার বদলে
মুখের ভেতর জমেছে কয়েক দলা থুতু
অথচ বুক যার অথৈ সাগর
সেও জানে জলের সীমানা-গভীরতা-রঙ...
তারপরও কেউ চিৎকার করে বলতে পারছে না-
ওরা আসলে অতিথি পাখি না - কুকুরের বাচ্চা
তা না হলে যে দেশে অতিথি পাখি ধরাই ঠিক না
সেখানে ওরা স্বেচ্ছায় উড়ে এসে
এভাবে নিজেকে বিক্রি করতে পারে না
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩