ধান মাড়াই করার কাজটা সাধারনতঃ একটা গরু দিয়ে হয় না
তাই, আমার অনেক গুলো গরু চাই; যেমন -
শক্তিশালী গরু, তেজি গরু, বলদ গরু, এঁড়ে গরু, বাছুর গরু...
কারণ, আমি তো আর সাধারন বর্গাচাষী না - জমিদার
এখনো আমার'ই কেবল টিকে আছে চিরস্থায়ী বন্দোবস্তো,
বিগত দশ বছরে যা আরো পাকা-পোক্ত;
ইংরেজ এবং পাকিস্তানীরা চলে যাবার পর
বলা যায় আমি এখন সিংহ,
ইচ্ছে করলে প্রতি পাঁচ বছর পর পর গরু গুলোকে
আমি ভেড়াও বানাতে পারি
তারপর গলাছিলা মুরগির মতো তার শরীরের পশম তুলে
অনায়াশে করতে পারি ভেড়াছিলা
ভেবোনা, সে ক্ষমতা আমার নেই;
আছে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯