১.
আমাদের এক কুড়ি বছর পর, হঠাৎ
তিন রাস্তার মোড়ে চায়ের পরিবর্তে নিলাম আপেলের স্বাদ,
সেদিন কথার চেয়ে টাকার ঝুমঝুমিটা বেশি মনে হলেও
তোর ছেলে যে রুয়েটে এ চাঞ্চ পেয়েছে,
এটা শুনে বেশ ভাল লাগল
তারপর তোর সিরিয়াস নির্বাচনের কথা, নিশ্চিৎ বিজয়, আর
আকাশ ছোঁয়া উন্নয়নের অট্রালিকায় উঠতে না পেরে
আমি অবশেষে কিছুক্ষণ চুপচাপ মাটিতেই বসে রইলাম
কারণ আমি জানি, ইতোমধ্যে তুইও পেয়ে গেছিস
একটা হীরক রাজার দেশ, কিছু লাগ ভেলকি লাগ...
সেখানে মানুষ তার অধিকার হারা, কিংবা
নির্বাচন মানে ভোট ভোট খেলা - সব ভূঁয়া
২.
গলায়
দু'শ টাকার নৌকা ঝুলিয়েও
বেলা শেষে
যে নিজের স্বাক্ষরটাও রাখতে পারলো না
ভোটে
আঙুলে তার
কালির পরিবর্তে মুখে এখন রঙের ঝাপটা
ভয়
ভবিষ্যতে তাকেও কি মোবাইল ঘর বানাতে হবে ?
বনে
জঙ্গলে
রাতে
বিরাতে ?
... সবাইকে ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩