৪৫০টা সিল দেওয়ার পর আঙুল দুটো তখন অসাড়
এদিকে ঘুমে ক্রমশ ভেঙ্গে পড়ছে দু'চোখ...
ক্লান্তি কি শালার ক্ষমতার চেয়েও শক্তিশালী নাকি
যে, ইচ্ছে করলেই তাকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে না ?
- যাবে ।
এই ভেবে সে প্রথম অনুভব করলো -
বুক তার আসলে এক গহীন খাঁচা, সেখানে এক ময়না পাখির বাস
হিমালয়ের দুঃখ নিয়ে যে এখন ছটফট করছে...
কিন্তু ব্যাথাটা তার বুকে বাজছে কেন ? একদম বুকে
এবার মনে হলো, এখান থেকে দৌড়ে পালালে কেমন হয় ?
তারপর বাইরে বেরিয়ে সে আকাশের দিকে চাইলো -
বাঁধ ভাঙ্গা কুয়াশার মধ্যেও স্পষ্ট নক্ষত্রকে দেখা যায়,
দূর থেকে তখন ভেসে আসছে ফজরের আযান...
অথচ এতক্ষণ ভুলেই গিয়েছিল যে, টুপিটা তার মাথায়'ই ছিল
একেবারে ফকফকা সাদা একটা টুপি ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪