দু'দিনের বৃষ্টিকে ঠিক নিম্নচাপ বলা যায় না
বলতে পারো পৌষ মাস । খেঁজুর গাছের হাড়ি বাঁধা লোকটি
যখন রসের হাড়ির বদলে ধরে আনে ভেজা হাওয়া; তখন
আমার মুড়ি ভাজা শরীরও আরেকটু উষ্ণতা চায়
সেটা কি তুমি বুঝো না ?
ফেসবুকের ওয়ালে চোখ বুলাই
প্রথমে ভাইরাল হওয়া একটা মেয়ের নাচ দেখি, তেরে কাটা তে, তা তা
আরেকটু নিচে গেলেই কারা যেনো দৌড়ে পালায়...
নির্বাচনী মিছিলে পুলিশের আক্রমন, ওরা কি পুলিশ ?
কে পোশাক দিয়েছে ওদের ?
এবার বুঝতে পারি, কেন ওরা ঘণ ঘণ বাথরুমে যায়,
নিম্নচাপ তাহলে আকাশে না, ঐখানে
মানে বুকে, পিঠে, পোদে, মাথায় আর মননে
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০