১.
আপিল এবং শুনানি শেষে
যে টিকিটে সীল-মোহর দেওয়া হলো
তাকেও ট্রেনে উঠার আগে
জলপট্টি সঙ্গে নিতে হয়
কারণ, মলম পার্টির চেয়ে মাথা ব্যাথা বেশি খারাপ
২.
কিছু পা্উরুটি গালে জলশূন্য বিলের রেখা দেখলেই
ভেবোনা তুমি ফারাক্কার বাঁধ-খোলা নদী
নিমিশেই ভাসিয়ে দেবে পদ্মা মেঘনা যমুনা...
জেনে রেখো, তোমারও খরা আছে
মাছের আশায় ঠ্যাং ভেংগে দাঁড়িয়ে থাকা বগা
৩.
ষোল কলা পূর্ণ হওয়ার পরও
বাকী থাকে কিছু কদবেল ইচ্ছে
কচ্ছপের পিঠে চেঁপে তখন পার হয় দুঃস্বপ্নের রাত...
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮