নদীর কাছে যাইনি । নদী কি আমার কাছে এসেছে ?
বলছো, বরফ গলছে পাহাড়ের । অথচ এখন শীতকাল
চারিদিকে অসংখ্য ঝরাপাতা, উত্তরে হাওয়া, কুয়াশা
ক্রমশ অস্পষ্ট তোমার মুখ, হাতের চুড়ি, কংকাবতী সুখ...
যদিও আমি মনে করিনা, খেঁজুর গুড়ের হাড়ি এবং
কলস ভর্তি রস নিয়ে
কোন একদিন হাজির হবে আমার বাড়ি; কারণ
ষড়ঋতুর প্যাকেজ নাটক শেষে
আমরা এখন ধারাবাহিক নাটকে প্রবেশ করেছি;
২০৪০-এ হবে রজত জয়ন্তি, হীরক রাজার দেশ;
অথচ বরাবরই তোমার ইচ্ছেগুলো রাজপথ পেরুলেও
ফুটপাথ-এর ঝুপরি চায়ের দোকান পেরুতে পারেনা
আর আমি তো নদীর কাছেই যেতে পারিনা,
সাগর পাড়ি দেবো কিভাবে ?
জানোনা, পাহাড়েও আমার অনেক ভয় !
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮