এখনো কিছু মিছিল হঠাৎ করেই শুরু হয়
ভাড়া করা লোক কিংবা বিরিয়ানির প্যাকেট ছাড়া
একেবারে বিনা পুঁজিতে । কিছু মানুষ স্লোগান দেয়
বিচারের দাবীতে, মানব বন্ধন করে...
কয়দিন আগেও যে মেয়েটিকে কেউ চিনতো না
তার জন্যে ইট ও পাথরের বুকে মমতা জাগে
তার নিস্পাপ মুখের দিকে চেয়ে চেয়ে
পদ্মা মেঘনা যমুনাতে বান আসে
শীতের সকালগুলো ভারী হয় কুয়াশাতে
কী এমন দৃষ্টি তোমার মেয়ে, এখনো পরবাসে !
এই পাষাণ নগর ভেদ করে হেঁটে যাও
হৃদয় থেকে হৃদয়ে, বহু দূরে...
দুঃখ হয়, কিছু আলো ব্যবসায়ী কত সহজে
তোমাকে পাঠিয়ে দিলো অন্ধকারে, চিরতরে ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪