মেঘ-ডাকা পেট, গুড় গুড় শব্দ হলেই
বুঝতে পারে, পরিপাকে সমস্যা হবে । তখন
তুমুল ঝড়-বৃষ্টি শুরু হওয়ার অাগে
বারান্দায় ছাতা ও হারিকেন প্রস্তুত রাখতে হয়; কারন
খুঁটি উপড়ে তার-ছিঁড়ে বিদ্যুৎও চলে যেতে পারে
তারপর দেখা যাবে, বদনা হাতে অন্ধকারে অকুল-পাথার !
কিন্তু জাতীয় গ্রিডে বড় কোন বিপর্যয় না হলে
ভাংগা অায়নার কুচিগুলোও দ্রুত সরিয়ে ফেলা যায়
এবং অনায়াসে বার বার পার হওয়া যায় নদী...
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩