১.
তিনটা স্টেপ, করাত-কাটা ফাঁদ
বলছো, পাখি এসে জালে অাটকাবেই
তারপর অাবার অাকাশটাকে ভরে রাখব পকেটে...
২.
তোমার ঘুলঘুলি চোখ
কোনদিনই অাকাশ দেখতে পাবে না
জিন্দা পীরের কাছে গিয়ে যতই মুরিদ হও...
৩.
এখনো তালতলার দীঘির জলে
দেখাতে পারি কামরূপ-কামাখ্যা
জাদু না জেনে বিচার বসাতে এসোনা
৪.
দাদুর চোখও ত্রিশ বছর ভেজা ছিল
দাদীর কবরের কাছে কেঁদে কেঁদে;
তারপর তেত্রিশ বছর কেটে গেছে
কেউ কথা রাখেনি
এখন ৩০ দিয়ে তুমি অাবার কি বোঝাতে চাচ্ছো ?
সব নদীর জল কিন্তু এখনো শুকিয়ে যায় নি ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩