তোমার খোলা চুল বাতাসে উড়ে
মুখটা ঢেকে দিয়েছে ঝিনুক । অার
অামি সম্ভবত খোলসের মধ্যে অাটকা পড়েছি,
অথচ, একটিও মুক্তা খুঁজে পাচ্ছিনা সেখানে; শুধু পাথর
এভাবে মুক্তার পরিবর্তে
প্রতিদিনই একটা একটা করে পাথর জমা করছি অামি...
বলতে পারো অামার বুকে, পিঠে এখন অনেক পাথর,
তবুও তোমার অভিযোগ, অামি নাকি সহজ কথাটাও
সহজ করে বলতে পারিনা । সব দূর্বোধ্য
অথচ, কী করে যে বোঝায়, তুমি জটিল হলে
অামিও যে পড়তে পারিনা তোমায়
তখন, অামার কবিতারাও ক্রমশ দূর্বোধ্য হয়ে যায়...
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫