১.
পা দিয়ে পিঁপড়াকে পিষে ফেলার পর
জলের কাছে না গেলেও চলে
জল কি অার ধুয়ে দেবে পা ?
তাই বলছি, পিঁপড়া তুই গর্তে ঢুকে যা, কারন
তোর রক্ত কারো পায়ে লাগেনা ।
২.
ভাংগা হাড়ি উপস্থিত না থেকেও
বাটি চালানে ফাঁস করে দিলো -
মাড়াই কলের সাথে ভরা কলসীর গোপন বৈঠক
যখন পাতকুয়োর জলেও পরিষ্কার অাকাশ দেখা যায়...
৩.
এবারের শীতেও নাকি কোন অতিথি পাখি অাসবেনা
তাই, নতুন করে ভাইরাস ছড়ানোর অাতংকও কম
তবে দেশী পাখি যদি কোন ভাইরাস না ছড়ায়
তাহলে অাপাতত কোন ফাঁদ পাতার দরকার নাই ।
৪.
যে কসাই ছাগল এবং মানুষ
দুটোকেই জবেহ করতে পারে; কেবল সে'ই জানে
বিচারের অাগে রায় কি হবে ।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪