পুকুর পাড়ে//
একটা খুঁটি । মাটির উপর খাড়া করে রেখে
উপরে শক্ত কিছু দিয়ে একটা বাড়ি দেওয়া হলো,
তাতে যতখানি পোঁতে । পুঁতলো
এখন চাইলেও কেউ অার বলতে পারবে না
গরুকে তুমি শক্ত করে বেঁধে রাখোনি; তবু
খুঁটি উপড়ে গরু যদি কারো ক্ষেতে যায়
তাতে তোমার কোন দোষ নাই
কারন, গরুকে তো তুমি বেঁধেই রেখেছিলে,
শুধু খুঁটিটাকে শক্ত করে পোঁতা হয়নি, এই যা ।
পথের ধারে//
বধির না হয়েও যে কানে কম শোনে
তার দু'চোখেও থাকে কাঠের চশমা,
তাকে যতই বলো, তোমার মাথায় ওটা কি ?
সে বলেই যাবে, অামি শেহালার হাটে যাচ্ছি...
কারন, হাটেই অাছে তার স্বপ্ন দোষের অষ্টধাতু
অার বাকীরা সব বেল তলার মফিজ-পাড়া...
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০