সম্ভবত তুমিও জানোনা হেলমেট এর বহুবিধ ব্যবহার;
শরীরে বিষফোড়া উঠার অাগে যেমন বোঝা যায় না
এটি কোন দিক দিয়ে বের হবে - এটা অনেকটা সেরকমই ।
তাই, শুধু মটর সাইকেলের ড্রাইভিং সিটে বসে
পিছনের অারোহীকে অারেকটি হেলমেট ধরিয়ে দিয়ে
বললে হবেনা যে - নে, এটি মাথায় পরে নে । তা না হলে
সামনে ট্রাফিক পুলিশে ধরে কেস দেওয়ার অাগে
ইশারাই জানিয়ে দেবে, নগদ হিসাবটা ।
অার এটাও যদি না জেনে থাকো; তবে হেলমেট মাথায়
যারা কিছু দেবদুত পিটিয়েছিল, তাদের কথা বলা বৃথা !
অথচ হেলমেট এর উপকারিতা এখন সর্বজন বিদীত, যেমন
হেলমেট পরে পুলিশের গাড়ীতে অাগুন দেওয়া যায়
গাড়ীর কাঁচ ভাঙ্গা যায়, ব্যাম্বো হাতে মহড়া দেওয়া যায়,
অাবার চুপি চুপি কারো মিছিলেও ঢুকে পড়া যায়;
বলতে পারো, হেলমেট এর ব্যবহার এখন রীতিমত অাশীর্বাদ !
বলছো, সাংবাদিকরা ছবি উঠাবে ? উঠাক...
হেলমেট মাথায় থাকলে সহজে কাউকে চেনা যায় না ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪