১.
ওর ঘাড় মোটেই ত্যাঁড়া নয়, যে
তুমি বলবে, ঘাড়ত্যাঁড়া । তবে
ও এক দিকে একটু কাত হয়ে থাকে
অার কেউ সেটা সোজা করতে পারেনা ।
২.
বেল তলায় না গেলেও যখন বেল পড়বে
তখন শুধু শুধু মাথা ন্যাড়া করা বোকামি ।
৩.
দেখতে দেখতে একদিন শীত চলে অাসে
তারপরও গরম যেনো শেষ হয় না
অাকাশে মেঘ জমতেই থাকে...
৪.
বাঘে সহজে ধান খায় না । তবে শেয়াল যখন
লাফিয়ে লাফিয়ে অাঙ্গুরফল পাড়তে পারেনা,
তখন খায় ।
৫.
সব কদমবুছি পা চাটা নয়, যে
তা থেকে কুকুর কুকুর গন্ধ বের হবে...
৬.
এখনো সময় অাছে -
মাছচোর হতে না চাইলে,
তুমিও সুযোগ পাবে পুকুর চুরির
তখন বদনা চুরি তো কোন ব্যাপার'ই না ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮