এখন//
এখন অনেকেই হয়ত অাইয়ুব বাচ্চু হতে চা্ইবে,
সোনালী গিটার হাতে, ধুসর মেঘের সাথে
গান গেয়ে গেয়ে...
এদের কেউ কি দুঃখকে চিনতে পেরেছে ?
তা না হলে তো গাইতে পারবে না -
"মেয়ে, তুমি কি দুঃখ চিনো, চিনো না
তুমি চিনবে কেমন করে এই অামাকে"...
অনেক রাত//
কখনো কখনো সূর্য উঠার পর'ই অাঁধার ঘণিয়ে অাসে,
তখন দিনের ক্লান্তিটুকু কেড়ে নেয় অাকাশ;
তারপর কী যে গভীর ঘুম ! অার জাগা হয় না
অথচ কোন অভিমান নেই; তবু বাতাসে ভেসে অাসে -
"সুখের'ই পৃথিবী, সুখের'ই অভিনয়
যতই অাড়ালে রাখো, অাসলে কেউ সুখী নয়"...
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪