কেউ অাড়ি পাতেনি, তবু
ঋতু পরিবর্তনের অাগে কিছু অাহত পাখির সংলাপ
কল-কাকলিতে বেশ বোঝা যায় বিষ মাখা ছুরি
খাঁচাতে ঢোকার অাগে ওরা কি অারো একবার ঠোকরাতে চাই ?
অথচ মাটির ব্যাংকারে জমানো বড় বড় সব নোটও
এখন খুচরা সিকি-অাধুলি; অাজ দাবড়ানি ছাড়াই
কত সহজে কিনে নেওয়া যায় ধুলো বালি ছাই...
অার তুই-অামি তো সেই চেংগাড়ার মাঠে হারিয়ে যাওয়া রাখাল,
তবু শীতের অাগেই কেন যে ইচ্ছে হয়
তোকে জড়িয়ে ধরে একটা ব্রেক ড্যান্স দিই
অথচ তোর চেহারাটাও দিন দিন ভোট ছাড়া মন্ত্রীর মতো হয়ে যাচ্ছে...
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫