পথের দৈর্ঘ্য কমতে থাকলে ইদানিং যাত্রার ক্ষুধা বাড়ে, তখন
নদী ও সাগরের কাছে অারো বেশি যেতে চাই মন,
অথচ পাট ক্ষেতের ছায়া বার বার দেখিয়ে দেয়
পড়ন্ত বিকেল
এখন ওপারে গেলেই তো ঘিরে ধরবে অন্ধকার !
ভাবি, রাতটা তাহলে একটু ঘুমিয়ে নিই
সকালটা নিশ্চয় ধরে অানবে কিছু দৌড়-ঝাপ,
তারপর ১০১টা বুক ডাউন এর পর দেবো রকেট-দৌড়
তাতে যদি পায়ের কাছে এসে হাজির হয় নদী ও সাগর
এই ভেবে নাস্তার টেবিলে গিয়ে বাড়ে মুখের বিঃস্বাদ
হঠাৎ প্লেটের উপর দিয়ে হেঁটে যায় চার পায়ে তেলাপোকা
অার কিছু লাল পিঁপড়ে এগিয়ে অাসে অামার দিকে
অথচ তখনো অামি দিব্যি বসে অাছি...
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯