বায়োমেট্রিক নিয়ে সবাই কথা বলছে বর্তমানে।এটা একটা নতুন ইস্যু। যাই হোক সরকার আরো ১ মাস টাইম বাড়িয়ে দিয়েছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর জন্য কেননা এখনো ৩ কোটি সিম আনরেজিস্ট্রারড।
.
অনেকে এই বায়োমেট্রিকের পক্ষে কথা বলছে।কিছু কিছু কথা শুনতে পাচ্ছি এমন যে আমরা নাকি ডিজিটাল হচ্ছি এই বায়োমেট্রিক তার প্রথম ধাপ।বিশ্বের বড় বড় দেশগুলোর সাথে টেনে আনছে বাংলাদেশকে।যেমন অন্যান্য দেশে বায়োমেট্রিক নিরাপদ হলে আমাদের দেশেও নিরাপদ।যুক্তিটা ভালো।তবে অন্যানা দেশের সাথে আমাদের দেশের তুলনা যায়না।তাহলে তুলনাটা আমিই বুঝিয়ে দিচ্ছি।
.
অন্যান্য দেশে খুন হলে খুনির বিচার হয়।অন্যানা দেশে ধর্ষন হলে ধর্ষকের বিচার হয়।আমরা পাইনি আজো তনু হত্যার বিচার।পাবোওনা জানি।তাহলে কেন অন্যানা দেশের সাথে আমাদের তুলনা করা হচ্ছে?
.
আমাদের প্রত্যেকটা জনগনের টাকা আজ গায়েব।৮০০ কোটি টাকা আজ গায়েব।আমার কষ্টের সেই টাকা।সিমের ভ্যাট,নেটের ভ্যাট,রেমিটেন্স ইত্যাদি।সেই টাকা গায়েব হলো কোন পদক্ষেপ নেয়া হলোনা।বলা হলো অর্থনীতিতে প্রভাব পরবে না।বেশ ভালো। তবে কি আমরা বিশ্বের সেরা দেশ যে আমাদের কাছে ৮০০ কোটি টাকা কিছুই না?
.
আর বায়োমেট্রিক! শুনলাম তনু হত্যায় তিনজনের আঙ্গুলে ছাপ পাওয়া গেছে তাও বের হলো মারা যাওয়ার ১ মাস পরে।ভনিতা করা হলো।খুনি ধরা হলোনা।৩ জনের ছাপ পাওয়া গেছে,কি গ্যারান্টি এই ছাপে যারা বায়োমেট্রিক করেছে তাদের হাতের ছাপ পাওয়া যাবেনা? ফেঁসে যাবেনা কোন নির্দোশ মানুষ? কোন গ্যারান্টি?
.
গ্যারান্টি না দিতে পারলে আমরা ডিজিটালের দিকে যাচ্ছি এটা বলাটাই মুশকিল কেননা এখনো আমরা অপরাধীদের ধরতে পারছিনা।তারা ঘুরে বেড়াচ্ছে স্বাচ্ছন্দ্য মত।ডিজিটাল মানে কম্পিউটার প্রযুক্তি সম্বলিত ব্যবস্থাই কি শুধু? নাকি অপরাধীর বিচার, ফরেনসিক উন্নত করা,চিকিৎসা ব্যবস্থা উন্নত করা? নাকি ডিজিটাল মানে টাকা দিয়ে প্রশ্ন কিনে সেই প্রশ্নে পাস করে ডাক্তার হয়া?
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ রাত ৮:১২