আজ এমন দিনে আমি হতশায় দিকহ্রান্ত,
তুমি কি তা জানো?
জানো কি এই অবুঝ রাতে উত্তপ্ত প্রদীপশিখা জালায়ে
চেয়ে আছি তোমারি পথপ্রান্ত!
.
জানো কি আজ আলো জালিয়েছে রুপবতী সেই কৌমুদী চাঁদ!
আরো জানো কি?
জোনাকিরা আজ মিছিল ছড়িয়েছে...
তিমিরপুঞ্জ রাত!
.
তবে কি তুমি আসবে?
আমার বুকে কালো মেঘের ঘনঘটা ছাড়িয়ে...
চোখের কোনের তপ্ত নোনা পানির শেষ দেখিয়ে...
কিংবা অন্ধকার রাতে একাকিত্বের প্রহরের সঙ্গী হতে...
.
তবে কি আবারো ভাবব,
তুমি আসবে না...
যতকিছু ভেবেছি সবই ছিল কল্পনা?
নিশীথের নিশীথিনী তুমি হবে না!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ৮:৫৬