এই 'ভাল্লাগেনাটাকে' আমি একদিকে নিয়ে যেতে চাই,
যেখানে থাকবে আমার মন খারাপের সব কারণ...
থাকবে তুমি, তোমার সত্বা!
.
আমাকে কষ্ট দেয়ার তোমার সব বর্নাট্য আয়োজন ছকে এঁকে রাখব-
ইচ্ছ মত তুমি এই 'ভাল্লাগেনার' শাস্তি দিও! যখন ইচ্ছে, যত ইচ্ছে... :-)
.
কখনো কখনো মন খারাপেরাও অসুখে ভুগবে, ভুগবে তুমি, তোমার সত্বা!
আমি ক্লান্তির চোখে তাকিয়ে থাকব আমার সেই ছকে আঁকা 'ভাল্লাগেনা'দের দিকে...
.
তুমি জানো আমার ক্লান্তির চোখ ভিষণ ধোয়াটে...
ইচ্ছে করেও ভুলে তাকিও না... দেখ আবার না হয় মায়ায় পরে যাবা...
জানোতো, আমার 'ভাল্লাগেনা'!
.
আমি জানি, হয়ত জেনেও গেছি, কিছু অপ্রাপ্তির খাতায় আমার নাম উঠে গেছে,
শত চেষ্টাতেও আর উঠে দাড়াতে পারব না, কিন্তু কি করব বলো? আমার 'ভাল্লাগেনা'!
.
আমি বুঝি, হয়ত বুঝেও গেছি, মাঝে সাঝে কিছু মুগ্ধ আকাশের মায়াভরা
চাঁদটাও আমায় চায় না, যদিও চাঁদের কলংক আছে!! তবে কি আবারো আমি দোষ
দিব আমার সেই 'ভাল্লাগেনা'দের...
.
আমি জানি, হয়ত জেনেও গেছি,
কিছু নির্ঘুম রাত আজও পায়চারী করে আমার সেই 'ভাল্লাগেনা'দের সাথে...
.
কিন্তু কি করব বল?
আমার "ভাল্লাগেনা"...!
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫