যেখানেই যাই সেখানেই তুমি, দুজনার মাঝে অধিকতর দূরত্ব তবুও যেন দূরত্ব থাকে না, যেন হিমের বাতাস তুমি চারিদিকে বেষ্টন করে রাখো সারাক্ষণ।
.
যেখানেই চোখ যায় সেখানেই তুমি, মুখ ঘুরালেই তুমি, বাহু ঘুরালেই তুমি, আক্ষীর পলকে সারাক্ষণ, যেন হারাও না কখন।
.
যেখানে হাত বাড়াই সেখানেই তুমি, তুমি... তুমি... তুমি... যেন কোন আদিম আত্মার সংমিশ্রণ, প্রতিটি অনুভবের উপকরনে ঘুম কেড়ে নাও তখন।
.
এক বিরহী নারী তুমি, এক তেজস্বী নারী তুমি, অনুভবে ছুয়ে দাও যখন, যদিও নিশ্চল তবুও বিদ্যুৎ গতিতে ছুয়ে যায় হৃদয়ের স্পন্দন।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১