আব্বাকে মনে পড়ে, যখন একা জেগে থাকি
চাঁদহীন নক্ষত্র ভরা আকাশটার নিচে।
ওখানে চাঁদটা ছিলো একদিন, আজ মিছে।
আব্বাও নেই আজ- ভাবতেই ভিজে যায় আঁখি।
সেই গম্ভীর কণ্ঠস্বর শুনিনা আর ফজরে;
কেবল একাই জেগে উঠি বড়ো কষ্ট বুকে!
তার গায়ের গন্ধ নিই 'বিষাদ সিন্ধু'রে শুকে।
ব্যাথায় ঠায় মেলে না আর তার বক্ষ পাঁজরে।
দাড়ি আঁটা আব্বার মশ্রিণ মুখ অমলীন
চোখের গভীরে আজো; বুকের সেই পাঁজর
গোণা-গাঁথা ছিলো, আজ ভুলেছে তা' মন মোর।
মনে আনতে চেষ্টায় থাকি- এক, দুই, তিন, ...!
নক্ষত্রেরাই আসরে আজ, চাঁদ শুধু বাকি,
জানি সে ফিরবে; কিন্তু আব্বা? ... ভিজে যায় আঁখি।।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৩