
আমাকে একটা ক্যানভাস দাও
সাথে রং তুলি
আমি কিছু স্বপ্ন আঁকবো
কারন আমার স্বপ্নেরা বর্ণহীন আজো!
আমাকে একটা মুহূর্ত দাও
আমি কিছু সুখের গল্প লিখবো
নিজের মত করে ভাববো!
আমাকে একটা আকাশ দাও
হারিয়ে যাবো আমি তার বিশালতার মাঝে
লুকিয়ে রাখবো চাপা অভিমানগুলো হিয়ার ভাঁজে!
আমাকে একটা মিথ্যে প্রতিশ্রুতি দাও
যাকে ঘিরে রবে হাজারো প্রত্যাশা
জীবন হবে অমানিশা!
আমাকে একমুঠো সুখ দাও
যেখানে থাকবে না কষ্টের সীমারেখা
থাকবে শুধু একবুক ভালবাসা!
বিকাল থেকে রং তুলি, স্বপ্ন , আকাশ এগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিলো। প্রথম প্যারাটা লিখে ফেললাম সাথে সাথে। এরপর শশী ভাইয়ের সাথে চ্যাট করতে করতে উনাকে দেখালাম। উনি আমাকে চেপে ধরলো এটা নিয়ে একটা কবিতা লিখে ফেলতে। রাতে এটা নিয়ে বসলাম। ১০ মিনিটের চেষ্টায় লিখে ফেললাম। এটা আসলে কবিতা লিখলাম না খবিতা লিখলাম বুঝালাম না। নীরব দা সুন্দর একটা নামও দিয়ে দিলো । কি আর করার পোষ্ট দিয়ে দিলাম!!!
