"__পথশিশু__"
শরিফুল ইসলাম
বস্তির ভাঙা ঘরে থাকা শিশুটাকে, ডাকো তুমি পথশিশু বলে।
তার বিস্ময় ভরা চাহুনিতে, খুঁজো তুমি লোভ লালসা!
ধারনা টা যে তোমার ভ্রান্ত, সেটা কি তুমি জান?
তার চাহুনিতে নেই লোভা-লালসা, আছে শুধু একটু অনুনয়!
তারা চাই না গো কভু হাজার টাকা!
চাই না নতুন নতুন জামা!
শুধু চায় একটুক্ষানি মায়া!
ডাক দিও তাদের মিষ্টি সুরে, দেখবে হাসি ফুটে উঠবে তাদের মলিন মুখে!
আজ বলছি আমি তোমায় একটি গোপন কথা!
তাদের ছেড়া ধূলিমাখা জামায়, খুঁজে নিও তুমি সভ্যতা।