কাহার লাগি মন উচাটন যখন তখন
কাহার লাগি রঙিন ভুবন কালো এখন
কাহার লাগি বুকের মাঝে কাঁপন ওঠে,
কাহার লাগি ঝড় যে বহে মায়া মাঠে।
কোন সে তরী মন দীঘিতে দাপিয়ে বেড়ায়
কোন সে নদীর জোয়ার- ভাঁটা কষ্টে ভরায়
কার বিহনে জীবন গোবি-কালাহারি,
কার বিহনে সময়গুলো দারুণ ভারী।
কার বিহনে জীবন এমন ভীষণ ফাঁকা
কার কারণে সরল জীবন দারুণ বাঁকা
কার বিহনে সময় কাটে অস্থিরতায়,
কার তুলীতে স্মৃতির খাতা আছে আঁকা।
কে শেখালো সর্ষে দানায় ভুত যে থাকে
জলে গোপন ঘূর্ণি স্রোতের পাঁকে পাঁকে
কে শোনালো সুর যে এমন গোপন বীণায়
কেমন করে সুখ লুকালো দুখের ফাঁকে।
কাহার সাথে বিষণ্ণতার সখ্য ভীষণ
কাহার এমন সাধ্য আছে বোঝে তারে
জিতে যাবার ভয়ে যে'জন নিত্য হারে,
বুকের কাছে বসত করে কোন্ বিভীষণ!
১৩/০২/২০১৬ (ঢাকা)
ছবিঃ অন্তর্জাল থেকে
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩