১।
মাঝে মাঝে ওয়াজ শুনি। অনেকেই অনেক প্রশ্ন করেন। প্রশ্ন উত্তর পর্ব শুনতে ভালো লাগে। নানা ধরণের প্রশ্ন , তিনি উত্তর দিচ্ছেন ইসলামের আলোকে। একজন প্রশ্ন করলেন , চিরকুটে লেখা ---
"আচ্ছা হুজুর কোন পুরুষ কি তার বিধবা স্ত্রীর বোনকে বিবাহ করতে পারবে ? "
প্রশ্নটা হুজুর কয়েকবার পড়লেন। তারপর ইসলামের আলোকে উত্তর দিলেন।
হুজুর না হয় ইসলামের আলোকে উত্তর দিলেন। আপনার কি মত ?
আপনার ভাবনায় কি উত্তর দিবেন ?
২।
ধাঁধা জিনিসটা মাঝে মাঝে হাসির খোরাকের জন্ম দেয়। এইযে ধরুন আপনার কাছে যদি জানতে চায় -
"কোন পাখি ডিম পারে না , বাচ্চাও দেয় না ?"
এখন আপনি হাসবেন না উত্তর দেবেন ? উত্তরই বা কি ?
৩।
বাংলাদেশে প্রাইভেট কার গুলোতে ড্রাইভারের সীট থাকে ডানপাশে আর বাইরের দেশগুলোতে বাম পাশে। কোনো এক উইকএন্ডে জন তার স্ত্রী জেনির সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ উল্টোদিক থেকে একটা ট্রাক এসে জনের গাড়িকে আঘাত করে এবং জনের গাড়ি দুমড়ে মুচড়ে উল্টে যায়। জন প্রচন্ড ভাবে আহত হয় কিন্তু জেনির কিছুই হয়নি। এটা কে কি আপনি মিরাকল হিসেবে ধরে নিবেন ?
৪।
বৃহস্পতিবার। প্রথম পিরিয়ড চলছে। আগামীকাল শুক্রবার মনে হলেই আনন্দ হচ্ছে। হটাৎ খবর পেলাম স্কুলের এক পাশের পুরোনো দেয়ালটা ভেঙে গেছে। দেয়ালটা মেরামত করতে ১৫ বস্তা সিমেন্ট , গড়ে ৩০ বছর বয়েসের ৬ জন শ্রমিকের ৩ ঘণ্টা সময় লাগল। এখন ২০ বস্তা সিমেন্ট , ২৬ বছর বয়সী ৩ জন শ্রমিকের ঐ দেয়ালটা মেরামত করতে কতক্ষণ সময় লাগবে?
৫।
৭ দিনে এক সপ্তাহ। প্রতি সপ্তাহে একটা শুক্রবার। মানে ধরে নেয়া যায় ৩০ দিনে ১ মাস হলে সেই মাসে ৪ টা শুক্রবার থাকবে। কিছু মাসে আছে ৩০ দিন, কিছু মাসে আছে ৩১ দিন। কয়টি মাসে ২৮ দিন আছে?
৬।
ছবির উত্তর দিতে চাইলে , দিতে পারেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩৭