সফেদ জানালার পর্দায় পবিত্রতা ছড়িয়ে দিল
এক শুভ্র বাতাস, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায়
চোখ ভেজায় দ্বায়িত্বরত ফেরেশতারা --
'পৃথিবীতে ভালো থেকো!'
সদ্যজাত শিশু চোখ পিটপিট করে চায়--
'আলো এতো আলো! এটাই আমার পৃথিবী ?'
ওখান থেকে বহুদূরে
পুকুরের ধার ঘেঁষে
বসন্তের আগমনী বার্তা শোনায়
জামগাছে সদ্য গজানো নতুন সবুজ পাতারা
মাথা উঁচু করে খোঁজে আলো।
কাঠবিড়ালী লাফিয়ে চলে
এ ডাল থেকে ঐ ডালে,
কিচিরমিচির করে ওঠে পাখিদের দল
কাজে নিমগ্ন কাঠঠোকরা ইতিউতি চায় আর
কোথা থেকে এক ঘাস ফড়িং বলে ওঠে--
'পৃথিবীতে স্বাগতম জেনো।'
সদ্য ভূমিষ্ঠ মানব শিশু ঠোঁট কাঁপায় প্রার্থনায়--
'পৃথিবীতে শান্তি রক্ষিত হোক!'
_____________________
বাবাই তুই এখন এসব বুঝবি না। যখন বড় হবি তখন বুঝবি।
বুঝবি -- কবিদের সমস্ত প্রার্থনা তো কবিতায়!
______________________________
৮ই ফেব্রুয়ারি দুপুর ২টা বেজে ১৫ মিনিটে যখন আমার সদ্য ভূমিষ্ট বাচ্চাটাকে কোলে নিলাম , তখন অদ্ভুত এক অনুভূতি হলো। মনে মনে বললাম , আলহামদুলিল্লাহ। পৃথিবীটতে শান্তি রক্ষিত হোক।
স্বপ্নবাজ সৌরভ
৮ই ফেব্রুয়ারী
ঢাকা ।
বিশেষ ধন্যবাদ:
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮