বহুকাল আগে ইলেক্ট্রিকের তারে একাকী শালিক দেখে বলেছিলে -
'One for Sorrow' ; পরক্ষনেই কোথা থেকে উড়ে এলো আরেকটি শালিক
বসলো গিয়ে একাকী শালিকের পাশে , ওরা জোড়া হল।
আমি বললাম - ‘Two for Joy’
এভাবেই চলতে থাকে দিন , কলতান
নিয়ম করে ইলেক্ট্রিকের বসে সময় কাটায় তারা
গা ঘেঁষা ঘেঁষি , ডানার নিচে আজন্ম আশ্বাস
নিদারুন খুনসুটি।
ওদের ভালোবাসা আর মাখামাখিতে আমাদের উষ্ণতা বাড়ে।
একদিন আচমকা জানি কি হলো!
চিলের তীব্র চিৎকারে--
ইলেক্ট্রিকের তারে বসা হতচকিত জোড় শালিক বেজোড় হল ।
ইলেকট্রিকের তারে রয়ে গেল একাকী ধান শালিক।
রোদে পোড়ে
বৃষ্টিতে ভেজে
একাকী ।
নিঃসঙ্গ বেজোড় শালিকটা ইচ্ছে করলেই উড়ে যেতে পারতো জোড়ার খোঁজে।
একাকী ওই বেজোড় শালিক সঙ্গী করে একাকীত্ব
ওখানেই বসবাস , রাত - দিন , দুপুর।
আসলে সবারই একটা জগৎ আছে
একাকী শালিক পাখি , আমার , তোমার কিংবা ওই
উড়ে যাওয়া শালিকটার।
Sorrow কিংবা Joy এ তাদের খুব একটা যায় আসে না।
বিশেষ কৃতজ্ঞতা : ব্লগার শিখা রহমান।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ২:৩৭