কেউ আমার কাছে কবিতা চেয়েছিলো
কবিতাই শুধু ;
গুটি কয়েক বাক্যের সংমিশ্রণ
শব্দগুলোর ওলোটপালোট সংযোজন
তাৎক্ষণিক আবেগের কাব্যিক বহিঃপ্রকাশ
অতঃপর সেটা কবিতা বলেই গ্রহণযোগ্যতা পায়
পরিচিত মহলে।
যা রচিত হয় তা সম্পূর্ণ অমূলক
মিথ্যা , বানোয়াট
বাস্তবিক প্রেক্ষিতে তালমিলিয়ে চলে না
মিথ্যার সাথে মিথ্যা যুক্ত করে
গড়ে তোলে মিথ্যার মহীরুহ।
সেই মহীরুহ ডালপালা ছড়ায় , ছায়া দেয়
মিথ্যার ছায়া।
মিথ্যার আশ্বাস দেয়া কবি গুলো নিমজ্জিত হতে থাকে
অতল গহীনে , পাপে।
কবি সেতো আজন্ম পাপ।
কর্পোরেট ডেস্ক থেকে
২৪.১০.১৯
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮