পাথুরে সময়ে ছন্দ খোঁজা বড় বেমানান
সময়ের বজ্রাঘাতে ছিটকে পরে রক্তের মত আমার কলমের কালি
অস্থির সময়ে কলম আর বিদ্রোহ করে না
খুঁজে ফেরা কিছু আক্ষেপ, জমাটবদ্ধ কিছু ক্রোধ
নিমেষেই আওয়াজ তোলে না, ভেবে নেয়া অথবা
ফেলে আসা রক্তাক্ত রাজপথে।
লাশ হয়ে ঘরে ফেরা অকাল প্রয়াত কাব্য
মৃত্যূ নয় বরং বাড়ার কথা ছিলো!
ভুল সময়ে ভুল কাব্য, গলা টিপে মেরে ফেলা
অথবা ধরে নেয়া যাক মধ্যযুগের ন্যায় বর্বরতা
মাটি চাপায় কন্যাসন্তান , আকুতি আর ভয়ার্ত চাহনি
ভুল সময়ে , ভুল জন্ম।
আসলে তো ওদের বাড়ার কথা ছিলো!
ভুল বলছি, ভুল ভাবাচ্ছি
ভুল সময়ে কাব্য খুঁজতে খুঁজতে, কবর দিলাম অবাধ কৈশোর
মৃত্যূর দাঁড়প্রান্তে দাঁড়িয়ে ছন্দ খোঁজা বড় বেমানান
সময় আর অসময়ের অসমতায়
বুড়ো কবির সাথে পুনরায় মৃত্যূ হবে
অকাল প্রয়াত কাব্যের....
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৫