ছবি : ইন্টারনেট
অসমাপ্ত কবিতা
প্রথমে ভোঁতা ছুরি বিদ্ধ করা হবে সরাসরি বুকে
আটকে থাকবে হৃদপিণ্ডে
শুনেছি ওখানে নাকি হৃদয় থাকে !
এরপর পোঁচ দেয়া হবে গলায়
কণ্ঠনালীতে , ফিনকি দিয়ে ছিটকে বের হবে রক্ত
ভয়ার্ত রক্ত , নীল রক্ত।
খুঁচিয়ে খুঁচিয়ে থেতলে দেয়া হবে অক্ষিকোটর
বের করে নেয়া হবে চোখ
স্বপ্নতুর চোখ, যে চোখ নাকি স্বপ্ন দেখতো!
ফালি কাঠ দিয়ে সজোরে আঘাত করা হবে
মাথার পেছনে , মননে ,
চিন্তায়।
নিমেষেই ছিটকে পড়বে
মগজ।
দলা দলা মগজ
জমাট মগজ
সাদা মগজ।
হৃদপিন্ড, ভয়ার্ত রক্ত , থেঁতো চোখ
আর জমাট মগজের মিশ্রণ
চড়িয়ে দেয়া হবে উনুনে।
নিচে জ্বলবে আগুন
টগবগিয়ে ফুটবে
ঘন হবে ,গন্ধ ছড়াবে।
আমি সেই আগুনে খুঁজতে থাকবো
নিদারুন কোনো পংক্তিমালা
অসমাপ্ত কবিতার রসদ।
===============
কর্পোরেট ডেস্ক থেকে.....
স্বপ্নবাজ সৌরভ
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮