বড় তাড়াহুরো
ছুটন্ত বাস, পড়ন্ত বিকেল
টক মিস্টি হলদে পাকা আমড়া
পপকর্ন, আলুর চিপস আর ঝাল লবণে কর্পোরেট চিনাবাদাম।
একটার পর একটা ল্যাম্পপোস্ট পেরিয়ে যায়,
আধাঁর থেকে নামে আধাঁর আর
কামউদ্দীপোক বিলবোর্ড বেচে চলে-
'Great Love Moves You'
একই চেনা রাস্তা
রেলের ধার ঘেঁষে চায়ের দোকান
লাল টকটকে লাল লিপস্টিক
পান চিবনো ঠোঁট
কড়া পারফিউম, টুংটাং রিক্সা আর
আর পেছনো ফেলে আসা তাড়াহুরো সন্ধ্যা।
ছবি এবং লেখাঃ
ছবিটা একটি বার্থ কন্ট্রোল মেথড পণ্যের বিজ্ঞাপন । ২০১৪ সালে বনানী টু উত্তরা যাবার পথে চোখে পড়তো খুব। বিলবোর্ডে শোভা পেত।লেখার উৎস ওখানেই । লিখেছিলাম ২০১৪ সালের অক্টোবরে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯