বন্ধু, তোকে বলেছিলাম-
চল, আমরা কবিতার বই বের করি!
তুই বললি ক্রেতা পাবি তো!
মিলন ইদানীং ঝাল মুড়ি বেচে না,
কলাতে নাকি অনেক বেশী লাভ!
খুচরো কাগজ গুলো দরকারী ছিল ওর একসময়,
আমাদের অবিক্রিত বই গুলোর বড় ক্রেতা হতে পারতো ও!
কিংবা ধর,
আমাদের ইনাম ভাই বাদাম বুট ছেড়ে রিক্সা ধরেছে।
আমরা কার আশায় বের করবো বল?-গুটি কয়েক উঁইপোকা ছাড়া!
তার চেয়ে একটা কাজ করি চল-
হৃদয়ের গহীনে কবিতা গুলোকে আটকে রাখি,
যখন ইচ্ছা হবে- কবিতা গুলোকে বের করে ফেলবো!
আর অন্যদের জন্য হৃদয়টা উন্মক্ত করে রাখবো ;
যখন ইচ্ছা-
পড়বে, কাটবে, ছিঁড়বে, থুথু দেবে!
রাজী আছিস্?