পুড়ল আদিকন্দ দলুই
পুড়ছে আমার সংবিধান
পুড়তে পুড়তে হয়তো আগুন
লিখবে নিজেই একটা গান।
সামনে তোমার আমার সময়
সামনে দেশের সংবিধান
লিখতে চাইছি তোমার জন্য
একটি গান একটি গান।
সবই গেল উলটে পালটে
কোথায় আমার সংবিধান
আম্বেদকর শুনুন এ বার
পালটে দেওয়ার একটি গান।
হাড়কাঁপানো শীতের রাতে
রাস্তায় হোক আত্মদান
কোন রাষ্ট্রের ভোটার ওরা
লেপের তলায় আমার গান।
বাঁচলে কিন্তু মরতে হবে
যেমনই হোক সংবিধান
সেই সুযোগে কবীর সুমন
ফেলছে লিখে একটা গান।
সন্দেহ কী সবাই সমান
সাম্য চাইছে সংবিধান
সবার জন্য সমান সুযোগ
সেই সুযোগে একটি গান।
বাবুইঘাসের দড়ির দামে
সারা মাসের সংস্থান
শুকনো গ্রামে শুকনো মুখে
কেমন শোনায় আমার গান?
ওই তো নীতি, মিষ্টি নীতি
তন্ত্রে প্রজা, মন্ত্রে গান
কাদের খাওয়া আমার পেটে
কাদের জন্য সংবিধান।
আসছে টাকা লগ্নি হবে
নিষ্ফলা সব জমির টান
গানের কসম গাইব তোমায়
আমার দেশের সংবিধান।
লিখব এ বার মুক্ত অর্থ-
নীতির নামে চারশো লাইন
পালটে যাবে অমুক ধারা
পালটে যাবে তমুক আইন।
পালটে যাওয়াই প্রাণের ধর্ম
আসুন সবাই পালটে যান
অন্য রকম পালটে দেওয়ার
স্বপ্ন দেখত আমার গান।
কিংবদন্তী, বন্ধু আমার,
সংবিধানের চোখের জল
হঠাৎ তুমি চেঁচিয়ে ওঠো:
আর এক দফা হামলা বল!
আমার গানের দাফন হবে
আমার সঙ্গে আসছে কাল
আয় রে কুমির সায়েব কুমির
তোরই জন্য কাটছি খাল।
কাদের কলে থেঁতলে যাচ্ছে
প্রজার ফসল প্রজার ফল
গানের দিব্যি চেঁচাও এ বার:
হামলা বল হামলা বল।
শিরোনাম : সংবিধান
কথা , সুর , কণ্ঠ : কবীর সুমন
** আম্বেদকর === ডক্টর ভীমরাও রামজি আম্বেডকর । ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। ইনি ভারতের সংবিধানের মুখ্য স্থাপক।