অংক একটা ভয়ের বিষয় অনেকের কাছে । কিন্তু যদি অংকের প্রশ্ন যদি এরকম করা যায় তাহলে হয়তো আকর্ষণীয় হবে অনেকের কাছে..............
১। Avenger সিনেমা । থর একবার রেগে গিয়ে আয়রনম্যানের দিকে তার হাতুড়ি ছুঁড়ে মেরেছে । হাতুড়ির বেগ যদি ৮০মি./সে. হয় তাহলে হাতুড়ি কত শক্তিতে আঘাত হানবে আয়রনম্যানকে ?( হাতুড়ির ভর ৬০ কেজি). . .
আয়রনম্যান আর হাতুড়ি যদি একসাথে হাল্ককে ধাক্কা দেয় ;
তাহলে ভরবেগের পরিবর্তন হিসেব করো । ( আয়রনম্যানের ভর ১৮০ কেজি আর হাল্কের ভর ৩০০ কেজি )
২। সানি লিওন একটা ফটোশুট করতে নেয় প্রতি ঘণ্টা ১০০০ টাকা আর ভিডিও [] করতে নেয় প্রতি ঘণ্টা ৫০০০ টাকা । সে একদিন কাজ করে উপার্জন করলো ১৮০০০ টাকা । সে যদি ৩ ঘণ্টা ফটোশুট করে তাহলে সে কতক্ষণ ভিডিও এর কাজ করেছে বের করো ।
৩। ইভা রহমান যখন আধুনিক গান গায় তখন শব্দ দূষণ হয় ১২০ ডেসিবেল, নজরুল গীতি গেলে ১৪০ ডেসিবেল আর গজল
গেলে ২০০ ডেসিবেল । সে একটা এ্যালবাম বের করলো যাতে ৩টি করে গজল আর নজরুল
গীতি আর ৪টি আধুনিক গান । সর্বমোট কত শব্দ দূষণ হবে হিসাব করো ।
৪। How I Met Ur Mother এর সিজন-৩
এর ফাইল সাইজ ৩.২ জিবি । আসিফ দেড়দিনে পুরো সিজন ডাউনলোড করলে আসিফের ইন্টারনেটের এভারেজ ডাউনলোড স্পীড বের করো । (ধরে নাও, সে এই সময়ে আর অন্যকিছু ডাউনলোড করে নি)
৫। শাকিব খান একবারে ৬০ কেজি ওজন তুলতে পারে । সে একটা ট্যাবলেট খায় যেটা একটা খেলে সে আরও ৮ কেজি অজন
বেশি তুলতে পারবে । তাকে যদি অপু বিশ্বাসকে তুলতে হয় তাহলে তাকে কয়টি ট্যাবলেট খেতে হবে ? অপু বিশ্বাসের ওজন ১২২
কেজি ।