১৩৯৩ বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত। ই-বে তে অকশান এ তোলার পর হঠাৎ এই বাড়িটির উপর সবার নজর পড়ে। দুজন ব্যক্তি কার্ট এবং ডেবোরাহ মিলিতভাবে এই বাড়িটি নির্মাণ করেন।
২. ওয়েলস - ইউনাইটেড কিংডম
ওয়েলস এ এটি আর্কিটেকচারাল মাস্টারপিস বলে পরিচিত। বাড়িটির স্থানীয় একটি নাম আছে 'দ্যা টেলিটুবি হাউস'। বাহির থেকে দেখতে এটি এলিয়েন বাহন এর মত দেখায়।
৩. হিডেন হাউস - পোল্যান্ড
সম্পূর্ণ মাটির নিচে এমনভাবে তৈরি বাইরে থেকে দেখে বোঝা যায় না। তাছাড়া এটিতে ঢুকার জন্য ট্র্যাপডোর আছে। তাই বাড়িটিতে ড্রাইভওয়ে থেকে দেখা যায় না। স্পাই মুভি করার জন্য এই বাড়িটি খুব পছন্দের।
৪. ফুলের পাপড়ি - বোল্টন, ইংল্যান্ড
এই বাড়িটির মালিক ব্রিটিশ ফুটবল স্টার গেরি নেভিল। ৭৪৩ বর্গমিটার জায়গাজুড়ে এই বাড়িটি রাতের বেলা খুব দেখার মত হয়। চারিদিকে অন্ধকার শুধু ফুলের পাপড়ির মত অংশগুলো আলোকিত হয়ে থাকে।
৫. মাউন্ট সাহান্দ, ইরান
ইরানে পর্বতময় স্থানে ৭০০ বছর পুরনো বাসস্থান। মনে হয় যেন, কেউ এখানে থাকেনা। কিন্তু ধারণা সম্পূর্ণ ভুল। প্রচুর লোক বাস করে এখানে এবং সর্বাধুনিক সুযোগ সুবিধা আছে।
৬. স্টোন ডেজার্ট হোম - গ্রীস
গ্রীসের মরুভূমিতে বিভিন্ন প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচার জন্য স্পেশাল ডিজাইন করে এই ঘরটি তৈরি করা হয়েছে। বিশেষ করে বালিঝড়..
৭. আর্থ হাউস - সুইজারল্যান্ড
বৃষ্টি, বাতাস এবং তাপমাত্রা ইত্যাদি থেকে রক্ষার উদ্দেশ্যে মোট ৯ টি ঘর সংযুক্ত করে এই বাড়িগুলো করা হয়েছে। ভেতরে পার্কিং লট আছে আর সামনে তৈরি করা একটি পুকুর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে।