অপসন ১। এই সঙ্ঘাত কিছু দিন চলার পর সরকার বাস্তবতা বুঝতে পারবে, তারপর রাজপথ ছেরে রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করবে।(আম জনতার জন্য বেস্ট অপসন)
=>অপসন ১ ফেইল করলে
অপসন ২। এই সঙ্ঘাত থামবে না। তখন সরকার মানুষ কে বলবে তোমরা হেলমেড এবং বুলেট প্রুফ ভেস্ট পরবা বাইরে বাইর হওয়ার সময়। শুনলাম হেলমেড এর দাম নাকি এখনি বারা শুরু হয়ে গেছে। কেউ শর্ট টার্মে ব্যাবসা করতে চাইলে এগুলা কিনা স্টক করে রাখতে পারেন।
=>অপসন ২ ফেইল করলে
অপসন ৩। সঙ্ঘাত বারাবারি লেভেল এ চলে গেলে আর্মি ক্ষমতা নিতে পারে। তারপর সৈরাচারি শাসন শুরু হবে। বাক সাধিনতা থাকবে না। মানুষ এর অধিকার রক্ষা হবে না। মানুষ এর অর্থনৈতিক উন্নয়ন হবে না।(আমাদের প্রথম প্রথম এইটা ভাল লাগবে, কিন্তু ৫-৬ বছর পর আমাদেরই আন্দোলন কইরা সৈরাচার কে ক্ষমতা থেকে নামাতে হবে। তখন আবার আরেক সামাজিক অস্থিরতা)
=>অপসন ৩ না হয়ে ৪ হতে পারে
অপসন ৪। আর্মি ক্ষমতা নিল এবং তারা যদি আওয়ামীলীগ এর সমঝোতায় ক্ষমতা নেয়, তাহলে জামাত এবং বিএনপি'র উপর অত্যাচার আরো বারবে। দেশে ভয়াবহ অরাজকতা সৃষ্টি হবে। যদি জামাত এবং বিএনপিকে দমাতে পারে তাহলে বাকশাল টাইপ কিছু একটা হবে।
=>অপসন ৪ ফেইল করলে
অপসন ৫। আর্মি যদি জামাত এবং বিএনপিকে দমাতে না পারে এবং গনহত্যা যদি অনেক বারে তাহলে সরাসরি আন্তর্জাতিক হস্তক্ষেপ হবে। আমেরিকা যেমন সিড়িয়াতে অপোজিসন এর পক্ষ নিছে তেমনি বিএনপি জামাতের পক্ষ নিবে।(বর্তমান সরকার এর সাথে আমেরিকা'র সম্পর্ক ভাল না তাই সরকার এর পক্ষ না নেওয়া অসাভাবিক নয়)। দেশে যুদ্ধ শুরু হবে। প্রতিদিন মানুষ মরবে। আমেরিকা অতি উতসাহি হয়ে আমাদের দেশে আসতে পারে আমাদের সাহায্যের নামে। তারপর আমারা আমেরিকার নব্য সম্রাজ্যবাদের আরেকটা বলি তে পরিনত হতে পারি।(আমাদের জন্য সব থেকে খারাপ)
It is we who(people of Bangladesh) will decide what we want. If we stay divided we(Mango people) will be the ultimate sufferer.
কোন কথায় ভুল ত্রুটি থাকলে ধরায় দেওয়ার অনুরোধ রইল
NB: যে কোন ধরনের গালাগালি না করার অনুরোধ রইল।