আমাদের পরিবারটা ছিল যৌথ পরিবারের মতই , বাসায় অনেক সদস্য ছিল । ছোট বেলায় স্বজন পরিবেষ্টিত পরিবারের সন্তানরা সাবলীল ভাবে বড় হয়ে ওঠে। আমার ছেলেকে স্কুলে দেয়ার সময় এলো । ভর্তির ফরম ফিলাপ , পাসপোর্ট সাইজের ছবি তোলা , পরীক্ষার রিহারসেল । সব প্রস্তুতি শেষ , ছেলে বেশ নিরলিপ্ত ভাবেই আছে' আমাদেরই যত ভাবনা , যা পরীক্ষায় আসতে পারে তার সবইতো শিখালাম , এখন লিখতে পারলেই হ্ল । কে জি ওয়ানের পরীক্ষা কিন্তু লিখতে না পারলে তাকে
ভাইবা তে ডাকা হবে না । দুরু দুরু বক্ষে সময়ের আগেই পৌঁছে গেলাম , পুরো মাঠ লোকেলোকারন্য প্রায় সব বাচ্চার সাথে বাবা মা দুজনই ।
আহা সে কি অস্থিরতা ," স্কুলের পক্ষ থেকে একটি ব্যারিকেট দিয়ে বলা হ্ল আপনারা সরে দাঁড়ান আর বাচ্চারা একজন একজন করে ভিতরে আস" । অতপর চলল অপেক্ষা । পরীক্ষা শেষ , । বাসায় এসে খাওয়ালাম তারপর বললাম টিচার কি লিখতে বলেছিলেন ?ঃ টিচার কি যেন বল্লেন আমি ঠিক বুঝতে পারিনি ঃ তারপর
ঃ টিচার বোর্ডে লিখলেন ঃ তারপর ? টিচার এমন ভাবে দাঁড়িয়ে ছিলেন আমি বোর্ডের
কিছুই দেখেতে পারিনি । তুমি তখন কি করছিলে , টিচার সবাইকে চকলেট দিয়েছিলেন আমি তখন সেই চকলেটটা খাচ্ছিলাম । আর একটু পরেই টিচার বল্লেন সবাই খাতা জমা দাও , আমি বুঝতেই পারলাম না টিচার কি লিখতে বললেন । ছেলের কথা শুনে আমি থ, হয়ে গেলাম । ওর প্রথম পরীক্ষায় এই অবস্থায় আমি অনেক
কষ্ট পেয়েছলাম ।এরপরসে সেন্ট ম্যারি ,নটরডেম , ঢাকা ইউনিভার্সিটি ডিঙ্গিয়ে আমাকে আনন্দিত করল ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২