ছবি-গুগুল
তোর দেয়া অসহ্য যন্ত্রনা নিয়ে জীবন পথে হেঁটে চলেছি।
প্রতিদিনই ভাবি এই হয়ত বেজে উঠবে সেল ফোনটি। ফোনের ওপাশ থেকে ঠিক যেন বলবি-
- সরি কটুমূটুটা। প্লিজ লাইন কেটে দিস না। তোকে অনেক কষ্ট দিয়েছি জানি। বিশ্বাস কর আমিও ভাল ছিলাম না তুই ছাড়া।
আমি তোকে অনেক ভালোবাসি। প্লিজ একটা বার আমি তোর সাথে দেখা করতে চাই। আমি ফিরে এসেছি তোর কাছে।
আমি কথাগুলো শুনে খুশিতে হয়তবা কাঁদব ।
নাহ এসবই আমার মনের কল্পনা মাত্র। সেল ফোনটি আর বেজে উঠেনা। সেই চেনা কন্ঠস্বরটা ফিস ফিস করে আর বলেনা আমায় 'ভালোবাসি"। আগের মত আর কেউ বলেনা " তুই অনেক দুষ্টু আছিস"।
তোর খুব ইচ্ছে ছিল আমার অফিসের পিয়ন হবার, তুই চা দেয়ার ছলে আমাকে অপলক চোখে চেয়ে দেখবি। আমার ডেস্কের নিচে বসে পায়ে চিমটি কাটবি। তোর এসব পাগলামো কথাগুলো শুনে ভীষণ মজা পেতাম, খুব হাসতাম দুজনেই ।কত ইচ্ছে ছিল তোর, তোর আর আমার নামের প্রথম অক্ষর দিয়ে আমাদের সন্তানের নাম রাখব। " তুই আমাকে ছেড়ে গেলে কিন্তু খুন করে ফেলব, ছেলেদের দিকে কিন্তু বেশি তাকাবি না"। আরো কত কি-ই না বলতি তুই।
কত কাছে আছিস তবুও হয়না দেখা।তোর আসার অপেক্ষায় কত প্রহর গুনেছি, আর আমকে দেখার জন্য তুইও কতদিন অপেক্ষা করেছিস। সবই এখন স্মৃতি, তাই না? তোর জন্য নয়ন দুটি প্রতিদিনই ভিজে উঠে। অনুভব করি তোকে খুব বেশিই। আমার সমস্ত সত্ত্বায় মিশে আছিস তুই।
তোর হাতটি ছুঁয়ে খুব বলতে ইচ্ছে করে " গুল্টু আমি তোকে অনেক ভালোবাসি" ।