ছোটগল্পঃ শূন্যতার মাঝেই বসবাস
ছবি- গুগুল
১।
-শোন তমা, বিয়ের পর আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তোর চিন্তা ভাবনা কি?
- মানে?
- মানে হল আমার ইচ্ছা তিনটা নেয়ার।
-ওমা কি বলিস? বাচ্চা কি তোর পেটে ধরবি নাকি? হিহিহি
- দেখ ভালো হচ্ছেনা। বলনা তোর কি ইচ্ছে?
- আমিতো ভাবছিলাম দশটা নিব।
- তমা কি বলিস এসব? তোর মাথা ঠিক আছেতো?
- কেন দশটা হলেতো ভালই হবে ক্রিকেট টিম হয়ে যাবে।
রাগত চোখে তাকায় তমা শিশিরের দিকে। শিশির বুঝে গেছে তমা তিন বাচ্চার কথা শুনে এমন কথা বলছে
- আমি জানি তমা তুই রাগ করে বলছিস।
- এই শিশির কাছে আয়
- না আসব না
- আসো না কাছে
শিশিরের চোখে ভেসে উঠে তার কান দুটি হাতির মত বড় হয়ে গেছে, তাকে চারপাশের মানুষ চিড়িয়াখানার প্রানীর মত দেখছে ।
-শিশির চিৎকার করতে লাগল না না না
- এই শিশির কি হইছে তোর? চিৎকার করছিস কেন?
শিশিরের ঘোর কাটে।
- আয় কাছে আয়
- দেখ তমা একদম ভালো হচ্ছেনা। তুই সবসময় আমাকে মারিস, কেন? আমার কান দুটি নিশ্চিত একদিন হাতির কানের মত হয়ে যাবে।
তমা কাছে যেতে থাকে শিশিরের আর শিশির ভয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় আর এই দৃশ্য দেখে তমা অনেক্ষন হাসল।
শিশির ভাবে নাহ এই মেয়ের সাথে প্রেম করে জীবনটাই ঝালা পালা করে দিছে। কিছুই বলা যায় না। শুধু রাগ করে আর আমার কান ধরে সেকি টান দেয়। ওহ! কানে একটু হাত বুলিয়ে নেয় আর নিজেই নিজেকে বলে আহা বেচারা। পুড়া কপাল তোর।
২.
- তমা শোন
- হুম বল, শুনছিত
- বিয়ের পর আমরা কিন্তু তুমি করে বলব।
- তুমি কেন? আপনি করে বলব। একদম সেকেলে মানুষের মত। অনেক মজা হবে। হিহিহি
- তোর সাথে কোন সিরিয়াস কথাই বলা যায় না। মেজাজটাই খারাপ লাগে। সবকিছুতেই তোর ফাজলামো।
- ওমা! এই তুই এভাবে কথা বলছিস কেন? সাতদিন কথা বলব না বলে দিলাম।
- এটা কেমন কথা? এভাবে আমাকে শাস্তি দিতে পারিস না।
- পারি একশবার পারি।
- ও ভালত আমি তোকে বাসি তুই আমাকে বাসিস না।
- কি আমি তোকে ভালবাসিনা? এই বলেই তমা শিশিরকে কিল ঘুষি দিতে থাকে।
শিশির জানে তমা শিশিরকে কতটা ভালোবাসে। তারপরও তমাকে ক্ষেপাতে খুব ভালো লাগে শিশিরের। ওর নরম হাতের কিল ঘুষি খেতে মজাই লাগে। শিশিরের মনে পড়ে একদিন রাগ করে বলেছিল তমা কে যে তুই আমাকে ভালবাসিস না। সেদিন ছিল বৃষ্টিময় একটা দিন। সারাদিন মুষুলধারে বৃষ্টি হল। তমা অনেক কাঁদল আর ছাদে উঠে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে ভিজল। আর সেই রাতেই তমা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। শিশির খবর পেয়ে হাসপাতালে যায়। শিশিরকে দেখেই তমা খুব কেঁদেছিল। শিশিরত ওর কান্না দেখে খুবই অবাক হয় , কারন যেই মেয়ে সবসময় ওকে বকা দেয়, ধমক দেয় সেযে এভাবে কাঁদতে জানে ভাবতেই পারেনি। ভুল ভাঙ্গে শিশিরের।
৩.
বেঁচে থেকেও মাঝে মাঝে মৃত মনে হয় শিশিরের। তমার ছবির দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে শিশির । আজ সবকিছু মনে পড়ছে শিশিরের। পরিষ্কার চোখের সামনে সেই দিনগুলো যেন ভাসছে। যে তমাকে এত ভালবেসেছিল সে এভাবে চলে যাবে ভাবেনি। ভাবেনি এত একা হয়ে যাবে শিশির। গায়ে হলুদের দিন, বিয়ের দিন, ভার্সিটিতে কাটানো দিনগুলো সবকিছু কেমন স্পষ্ট মনে পড়ছে।
লজ্জা, ঘৃনা নিয়ে মরে যেতে চেয়েছিল শিশির। আবার ভাবল আমি কেন মারা যাব, আমিত অন্যায় করিনি। মাথা উঁচু করেই বেঁচে থাকব সারাজীবন।
তমার সাথে শিশিরের পাঁচ বছরের সংসার। বাচ্চা ছিলনা তাদের। সারাদিন অফিসে থাকত শিশির আর তমা ছিল গৃহিণী। পাশের ফ্যাটের একটা ছেলের সাথে বেশ ভাব হয়েছিল তমার। ভাব বললে ভুল হবে প্রেম হয়েছিল, গভীর প্রেম। না প্রেম ও বলা চলেনা। একে বলে বেহায়াপনা।
শিশিরকে ছেড়ে চলে গিয়েছে তমা, অন্য একজনের হাত ধরে।
শিশিরের কেবলি মনে হয় ভালোবাসার কি এই প্রতিদান ছিল? আমার প্রতি তার ভালোবাসা সেটাও কি শুধু দেখানো ভালোবাসা ছিল?
শিশিরের বুক জুড়ে হাহাকার। শূন্যতার মাঝেই বসবাস তার।
শুধুই শুন্যতা ঘিরে আছে তার চারপাশে।
একা আমি চলেছি এই পথে
শূন্যতা ভর করেছে
আজ আমারি মাঝে.........।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন