আপাদমস্তক ভারতপন্তী আনিসুজ্জামানকে সাকার আইনজীবী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বলেন," জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষনার পরে তাকে অভিনন্দন জানিয়ে আপনি কী বিবৃতি দিয়েছিলেন?"
মাদারছোদ আদালত এত সুন্দর একটা তথ্য বন্জিত করার জন্য বলে," এ প্রশ্ন করা যাবেনা"
পাঠকগন তথাকথিত যুদ্ধপরাধীর বিচারে প্রায়ই শোনা যায় আদালত বলে এ প্রশ্ন করা যাবেনা। বুঝেন কত স্বাধীন বিচার আমাদের।
যাই হোক উপরোক্ত ঘটনাটি বিভিন্ন পত্রিকায় ছাপা হলেও আনিস্সাদের প্রতিপালক প্রথম আলো অনেক কিছু লিখলেও ঐ প্রসঙ্গে লিখে," এ প্রসঙ্গে আহসানুল হক আরও দুটি প্রশ্ন করলে রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়।"
প্রশ্ন দুটি কিন্তু বুদ্দিজীবীতে গিজ গিজ করা প্রথম আলো তার পাঠককে জানায়নি।
কিন্তু দু:খের বিষয় এত করে প্রথম আলো আম্বালীগের মন পার্য়না।যেমন-হুমায়ুন আহমেদের মুজিবকাহীনী "দেয়াল" প্রকাশে সাইকোর্টের নিষেধাজ্হা।অথচ কতই না মন ভোলানোর জন্য প্রথশ আলো তা ছেপেছিল।
আম্বালীগযে কত কালপিট তা আম্বালীগরা ও বুঝতে শিখছে? যেমন-আবুল মকসুদ,আসিফ নজরুল,ড: কামাল রা বুঝতে শিখছে