এ সরকারকে ক্ষমতায় বসানোর পর থেকে লক্ষ্যনীয়ভাবে দেশে আস্তিক এবং নাস্তিকের বিবাদ প্রকাশ্যে চলে আসছে। সেটা এখন আর কেবল বিবৃতিতে সীমাবদ্ধ নেই,আদালতেও উঠে গেছে।রাষ্ট্র সজ্ঞানে নাস্তিকের পক্ষ নিচ্ছে। যেমন-হুমায়ুন আজাদের পক্ষ নিয়ে রাষ্ট্র মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে অপদস্ত করছে এবং শাস্তি দিচ্ছে।কাল দিল নাস্তিক শাহরিয়ার কবিরের পক্ষ নিয়ে মুফতি আমিনীকে।মামলায় কে জিতবে কে হারবে,তা আগে থেকে ই সবাই বুঝে নিচ্ছে।তথাকথিত চান্স প্রধান বিচারপতিরা এক দু কথায় রায়ের পরিবর্তে চায়ের দোকানদার,রিকশাওয়ালার ঢং এ উপন্যাসের মতো ফিরিস্তি ফেদে অপছন্দনীয় ব্যক্তির বিরুদ্ধে অনুমিত রায় দিছ্ছে।
তো এটা পরিস্কার রাষ্ট্র মানে হাসিনা সরকার (আদালত টাদালত এগু্লা তার আন্ডা বাইচ্চা) নাস্তিকের পক্ষে,কিন্তু আপনি কার পক্ষে??
বাংলাদেশের( নাকি ভারতের)হিন্দুরা তাদের ভালমন্দ দেখভালের জন্য একজন বিচারপতি নিয়োগ দিয়েছে। নাম-কোপা সামসু(তিন বিয়া করছে,তাই ধরে নিলাম কোপানোর প্রতি আকর্ষন আছে প্রবল)
উনি স্বপ্রনদিত হয়ে,পত্রিকা ঘেটে ঘেটে খুজে বের করেন কোথায় কোন হিন্দুর লস হচ্ছে এবং রুল ইসু করেন।যেমন-
১.অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়ীতে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে,উনি উক্ত জমি উদ্ধারের জণ্য রুল ইসু করেছেন।কিন্তু উনি কোন মুসলমানের বা আ.লীগ যুবলীগ কর্তুক সরকারী দখলকৃত জমি উদ্ধারে রুল ইসু করেননি
২.আ.লীগের বহিস্কুত সাধারন সম্পাদক জলিল জনৈক হিন্দুর জমি দখল করে হাসপাতাল নির্মান করেছেন,এবং শামসু কর্তুক রুল খেয়েছেন।
৩.ঢাবির শিক্ষক মৃদুল কান্তি চক্রবতীর চিকিৎসা অবহেলার জন্য ল্যাবএইডকে(মালিক আ.লীগ) রুল দিয়েছেন এবং হিনদু পরিবারটিকে ৫০ লাখ টাকা ইনকাম করে দিয়েছেন
উপরের উদাহরনগুলোর রুলকে আমি সাপোর্ট করি।কিন্তু প্রশ্ন হচ্ছে,কে উ মামলা দিচ্ছেনা অথচ হিন্দুর স্বার্থ রক্ষায় উনি এত উতলা কেন?মনে হতে পারে উনি অনেক সাহসী আসলে মোটেই না,যেমন ধরুন ব্যাবকে বিচার বহিভুত হত্যার জন্য উনি রুল দিচ্ছেন না,যোগাযোগ মন্ত্রীকে না।জয় যে ঘুষ খেল সে জন্য ও না।বুঝা যাচ্ছে কারো নির্দেশ স্বপ্রনোদিত হয়ে উনি ইসু করছেন।
অনেকগুলো খারাপ কাজ করে দুএকটা ভাল কাজ আমাদের মহল্লার ক্যাডাররা ও করে যেমন-সেহরীরর সময় গজল গায়,কোথাও আগুন লাগলে নিভাতে যায়,রাস্তায় জ্যাম বাধলে ছুটায়।কিন্তু তাদের সব ভাল কাজ ধুলিস্যাৎ হয়ে যায় একটা মাত্র খারাপ কাজে যেমন ইভ টিজিং। ও হ্যা,বিচার পতি সামসু বোরখার বিরুদ্ধে রায় দিয়েছিল।
বিঃদ্রঃ আমার বিরুদ্ধে রুল ইস্যু হইলে দয়া করে আমাকে কেউ হেল্প কইরেন,আমি গরীব মানুষ।