বিম্বিত দ্রাঘিমায় ভেসে থাকা স্পন্দন দেখে
মনে পড়ে যায়, এ-সময়ের নাম দণ্ডিত আকাল।
শ্রান্তির নিশুতিতে নক্তচরের থাবায় খসে পড়ে
অভিমানের জলজ বাকল ।নিকোচিত দৃষ্টির তল্লাসে
তবু কেনো তার খোঁজ? কেটে যাওয়া এক একটি প্রহর
যেন নিঃস্ব জুয়ারির অধুনা।বুকের ভিতর কে যেনো
বোনে ঘুণের বীজ, অভিমানী চুলে জমে ফোঁটা ফোঁটা
আবাসিক হতাশা। নিষিক্ত সময় ফোটে বিষন্নতা হয়ে।
সমতল আয়ুজুড়ে দাঁড়িয়ে থাকে দেয়াল, ঝুলে থাকে
স্পন্দন দোটানার মতো। আলাপের ছাইপাঁশ জমে
আজ পাহাড়, উপহাস ভেসে আসে খরস্রোতা হয়ে।
উপোসী আবেগের গায়ে নোঙর করা যৌবন তবু
কার টানে ভেসে যেতে চায়,যেতে চায়, ভেসে যায়।