বহুদিন যাইনি কোথাও,
বুনো গন্ধ গায়ে মেখে, করিনি সবুজ স্নান-বহুদিন।
পায়ে পায়ে খয়েরী পথেরা হারিয়েছে, কোন বাঁকে?
খুঁজিনি আর.....
শরীরের থাকে থাকে, কুয়াশার মত ক্লান্তি জমে আছে
সারাদিনের, আগুনে-জলে সেগুলোকে ভাঁজ করে রাখি-
ভেবেছিলাম, ক্লান্তিগুলোকে করে দেব সবুজ টিয়া
উড়ে উড়ে ছুঁয়ে যাবে তোমার সবুজ আঁচল--
যাওয়া হয়না,
বহুদিন যাইনি কোথাও।
ও পথে শেষ কবে গিয়েছিলাম, মনে নেই।
কোন কি গান গেয়েছিলাম, ঠিক মনে নেই-
একটু কি বসে ছিলাম? আজ আর কিছুই মনে পড়েনা।
মাঝে মাঝে অকারণ ঝিমুনি এলে,
চোখের ত্রিসীমানায় চঞ্চল কাঠবেড়ালীর মত,এক টুকরো সবুজ মায়া
তড়িঘড়ি করে-দূরে সরে যায়
লাল ঠোঁট টিয়া গুলো, পেয়ারা খেতে খেতে
অযথাই করে, ঢলো ঢলো কাব্যবিলাস-----
বহুদিন যাইনি কোথাও।
যাবার মত নেই কোথাও
শুধু স্বপ্ন জাগরণে আমি বুকের ভেতর লাল সবুজের একটা ছবিই আঁকি।
যদি যাই কখনও দূরে কোথাও
তোমর কাছেই যাব।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ সকাল ৭:১৬