হার জিত চিরদিন থাকবেই
আমার কৈশরে আমি কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম। সময়টা অনেক সুন্দর ছিল। তখনও আমাদের গ্রামে বিদ্যুত যায়নি। পাড়ার মোড়ে মোড়ে ক্লাব ঘর উঠে উঠতি ছেলেরা জুয়ায় মেতে ওঠেনি। তখনও বুরকা পড়া মেয়েরা কাউকে পাগল করেনি বা মমতাজ ছড়িয়ে পড়েনি তার "যৌবন আমার ফাটা ডালিম" গান নিয়ে।

রাস্তায় যেতে যেতে মাইকে চীৎকার করে হিন্দি গান সহসাই বাজতো না।

আর গ্রামে পড়াশুনার ফাঁকে ফাঁকে আমাদের বিনোদন ছিল একখানা রেডিও। আর সেই যন্ত্রটায় সবার প্রিয় অনুষ্ঠান ছিল "অনুরোধের আসর।" সেই সময় একমাত্র নামকরা কণ্ঠকার ছিলেন, বিখ্যাত নাজমুল হুসাইন। তিনি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সিনেমা প্রসঙ্গে নানা কথা বলতেন।
শুনতে কি যে ভালো লাগতো! সেই সময়কার কতগুলো গান আজ দেবার চেষ্টা করলাম। যেগুলো শুনতে শুনতে দাড়ি, কমা সেমিকোলন পর্যন্ত মুখস্থ হয়ে গিয়েছিল।
এইটা বস নুশেরার জন্য
হায়রে মানুষ রঙীন ফানুস
একি বাঁধনে বলো জড়ালে আমায়
আমি রজনীগন্ধা ফুলের মত
দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক
আমি বৃষ্টির কাছ থেকে
আমার এ দুটি চোখ
বিমূর্ত এই রাত্রি আমার
আছেন আমার মোক্তার
পান খাইয়া ঠোঁট লাল এইটা রোবটের জন্য
যেওনা সাথী
এইটা আমাদের যুগের গান মেহরাব এর জন্য।
চুমকি চলেছে একা পথে
এইটা শাওন৩৫০৪ এর জন্য। ও আমাদের দলে খালি মিলমিশ খায়।
সাগরের তীর থেকে
এইটা সাজি আপুর জন্য। আসল শিল্পির গান পেলাম না।
কেউ কোনদিন আমারে তো কথা দিল না
এটা মুক্ত বয়ানের জন্য।
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
এটা ১ ডজন মম এর জন্য।
রামুর কাওয়ালী
[বন্ধু তোর বারত নিয়া আমি যাব
এইটা কাছিম এর জন্য।
আয় খুকু আয়
এটা আমার অপ্সরার জন্য।
একি সোনার আলোয়
এটা নির্ঝরিনীর জন্য।
আমার গরুর গাড়িতে
এটা ভাঙ্গা পেন্সিলের।
যারে যাবি যদি যা
এটা পারভেজ ভাইয়ের।
ও পাখি তোর যন্ত্রনা
এটা নবীন কালর্ষির জন্য। গান পুরাতন তবে নতুন মোড়কে।
এমন একটা ঝড়
এটা আকাশ অম্বরের জন্য। যে একটু আলাদা লেখে তার জন্য একটা আলাদা গান।
তুমি কি দেখেছ কভু
এটা হিমালয়৭৭৭ এর জন্য। ওর জন্য খুঁজেছিলাম আসলে "মানিক গঞ্জের বড় মিঞা গানটা কিন্তু পেলাম না। তাই আমার একটা প্রিয় গান দিলাম।
ও রে নীল দরিয়া
এটা তাজা কলমের জন্য।
সব সখীরে পার করিতে
এটা আমাদের জনপ্রিয় কবি আশরাফ মাহমুদের জন্য।
এই দুনিয়া এখন তো আর
এটা সহেলী'র জন্য।
যে টুকু সময় তুমি
এটা ছন্নছাড়ার জন্য, মানে এটা তো একে ছন্ন ছাড়া তায় আবার জুটিয়েছে আরেকজন উচ্ছৃঙ্খল কাউকে, কি যে করি-------------তাই দুটোকেই দিলাম।
যদি বউ সাজো গো
আমার স্নেহের তামিমকে, যার বান্দরবেলা আমি খুব পছন্দ করি এবং যার বান্দরবেলা বেশীরভাগই বউময়।
বড়বেলার বউ নিয়ে ছেলেটা সুখে থাকুক।
যে ছিল দৃষ্টির সীমানায়
এটা শওকত হোসেন মাসুম ভাইয়ের জন্য। যিনি আমার অসম্ভব পছন্দের একজন মানুষ। আপনি আপনার পরিবার এবং আপনার ছোট্ট মা'কে নিয়ে অনেক ভালো থাকুন।
ইউটিউব থেকে একটা লিংক কিছুতেই যোগ হচ্ছে না। তবে এই গানটা শওকত হোসেন মাসুম ভাইয়ের জন্য খুব উপযুক্ত ।

গানটা ইউটিউবে আছে এবং ছবিটা আমার জীবনে দেখা বাংলা ছবির সেরা ছবি একটা। মাসুম ভাই অনুরোধ করার বহু আগে থেকেই চেষ্টা করেছিলাম কিন্তু যোগ করতে পারিনি।
ইউটিউবের লিংক কি করে লেখায় যোগ করতে হয়?
কোন সহৃদয় বলবেন কি?
অনন্ত ভাই আমার কাঁদেনা। এই যে তোর জন্য গান নিয়ে এসেছি। তোর গার্লফ্রেন্ডকে মনে করে শুনিয়ে দিস কিন্তু্
আমার বুকের মধ্যেখানে
গানগুলো শুনছিলাম, আর ভাবছিলাম--গানগুলো এখনও আমাকে অনেক আন্দোলিত করে। আরও কিছু প্রিয় গান আরেক দিন শেয়ার করবো।
ইস! গান গুলো শুনে মনটা উদাস হয়ে গেল।
এই গানগুলো আমার স্নেহের ব্লগার ফারহানকে দিলাম। যে কিনা বাংলা ছিঃনেমা খুবই পছন্দ করে।

না না কালকে একটা লেখা লিখছিলাম, তাতে ফারহান ভাবছিল- আমি বুঝি বাংলা ছিঃনেমার কথা কিছু বলবো। তাই ওর নামটা উল্লেখ করেছি। আসলে সবাইকে আমার অনুরোধের আসরে আসার অনুরোধ রইলো।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:১৫