আমি একজন বাইকপ্রেমী মানুষ বাইক চালাতে পছন্দ করি। ২০০১ সাল থেকে SSC র পর থেকেই আমি বাইক চালাই। নিজের টাকায় বাইক কেনার সুযোগ হয়েছে ২০০৯ সালে। একটি বাইকিং গ্রুপের সাথে নিজেকে সমর্পণ করি ২০১৬ তে। তারপর থেকেই মূলত আমার বাইকিং ট্যুরের সূচনা হয় ঢাকা টু শ্রীমঙ্গল ডে ট্যুরের মাধ্যমে। সবসময়য় বাইক টুরে আমাকে সমর্থন দিয়ে এসেছে আমার স্ত্রী। ট্যুরে বের হওয়ার সময় সে দোয়া পরে আমার গায়ে ফুঁ দিয়ে দেয়। সেই শ্রীমঙ্গল থেকে শুরু করে অনেক জাইগাই ট্যুর করেছি বাদ যায়নি সাজেকভ্যালী, বান্দরবন ডিমপাহাড়ও। (বিঃদ্রঃ এই ছবিটি বান্দরবন ডিমপাহাড়)
এরই মধ্যে স্ত্রীকে নিয়ে কোন ট্যুর দেওয়া হয়নি কারন আমার একটা ৬ বছরের মেয়ে আছে তাকে সাথে নিয়ে বাইক ট্যুর বিপদজনক।
বউও মনখারাফ করতোনা। মাঝেমধ্যে বলতো তোমার সাথে একটা বাইক ট্যুর দিবো।
আমিও সুযোগের সন্ধানে ছিলাম। হঠাত চলে এলো সেই সুযোগ। সিদ্ধান্ত হলো আমার বাসায় আমার শাশুড়ির কাছে মেয়েকে রেখে বউকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি।
সবধরনের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পরলাম গতমাসের ১৯ তারিখ বিকেলে কাচপুর পাড় হতে নাহতেই পেয়ে বসলো বৃষ্টি। রেইনকোট গায়ে দিয়ে আবার রওনা দিমাল।
প্রাথমিক গন্তব্য চিটাগাং, কিন্তু বেরসিক বৃষ্টি আমাদেরকে কুমিল্লাতেই থামতে বাধ্য করলো। তাই কুমিল্লা রাতে থেকে ভোরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে।
২০ মিনিট পর আবার বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়েই আগাতে থাকলাম পুরো পথেই বেরসিক বৃষ্টির সাথে পাল্লা দিয়ে রোমান্টিকতার সাথে প্রায় ১ টার দিকে পোঁছে গেলাম কক্সবাজার।
ইচ্ছা ছিলো এক রাত থেকে ফিরবো, এমন জাইগাই গেলে কি একদিনে মন ভরে! থেকে গেলাম দুই রাত।
অনেক মধুর এবং মুহূর্ত কাটিয়ে ২২ তারিখ সকালের নাস্তা সেরেই বেড়িয়ে পরলাম।
চিটাগাং একদিন স্টে করে ২৩ তারিখ ঢাকা ফিরে এলাম আলহামদুলিল্লাহ্। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭