২।Tangled মুভিটি মুক্তি পায় ২০১০ সালে । এ মুভিতে ব্যয় হয় ২৬০ মিলিয়ন ডলার।
৩।Spider-Man 3(২০০৭) মুভিতে ব্যয় হয় ২৫৮ মিলিয়ন ডলার।
৪।Harry Potter and the Half-Blood Prince (২০০৯) মুভিটিতে ব্যয় হয় ২৫০ মিলিয়ন ডলার।
৫।Avatar (২০০৯) ৫ম ব্যয় বহুল সিনেমা।এতে ২৩৭ মিলিয়ন ডলার ব্যয় করা হয়।
৬।Chronicles of Narnia: Prince Caspian(২০০৮) এবং Pirates of the Caribbean: Dead Man's Chest(২০০৬) যৌথভাবে ৬ষ্ঠ ব্যয়বহুল মুভি। দুটি মুভিতে ২২৫ মিলিয়ন ডলার করে খরচ করা হয়েচে।
৮।X-Men: The Last Stand(২০০৬) মুভিতে ২১০ মিলিয় ডলার ব্যয় করা হয়।
৯।Superman Returns(২০০৬) মুভিতে ২০৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল।
১০। King Kong (২০০৫) ১০ম ব্যয়বহুল এ মুভিতে ব্যয় হয়েছে ২০৭ মিলিয়ন ডলার।
ব্যবসা সফল মুভি নিয়ে আমার করা দুটি পোস্ট :
১।পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ১০টি মুভি।
২।পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল দ্বিতীয় ১০টি মুভি!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৮