বুকের ভিতর সবসময় ধোঁয়া ছাড়া আগুন জ্বলে,নিভু নিভু করে|ঠিক তুষের আগুনের মত|
ধীরে ধীরে হ্নদয় পুড়ে ছারখার হয়ে যায়|
যেটা দেখা যায় না,
শোনা যায় না,গন্ধ পাওয়া যায় না
শুধু অনুভব করা যায় আর দু চোখের জ্বল ফেলে সেটা প্রকাশ করা যায়|
তার পরেও বুকের ভিতর জ্বলন্ত আগুন নিয়ে ঘুরে বেড়াই|
ভাল মানুষ সেঁজে,
ভাল থাকার অভিনয় করি|
ভালমানুষের মুখোশ পড়ে ঘুরে বেড়াই দিক বিদিক|
মুখোশের আড়ালে আমি,
সেই আমি|
একজন ভাঙা হ্নদয়ের মানুষ,অবহেলিত মানুষ,
ব্যর্থ মানুষ|
একজন ভালবাসার মানুষ, স্বপ্নহীন মানুষ,
ক্লান্ত পরিশ্রান্ত মানুষ|